রোববার (২২ জুন) দুপুরে নেত্রকোনা কেন্দুয়া সড়কের রামপুর ক্লাবঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে রাহেলা আক্তার তার মেয়েকে নিয়ে কেন্দুয়া যাচ্ছিলেন।
সেখান থেকে নারায়ণগঞ্জগামী হিমাচল বাসে কাঁচপুরে ছেলের বাসায় যাওয়ার কথা ছিল। এ সময় অটোরিকশায় যাওয়ার পথে সিংহেরগাঁও ক্লাবের সামনে অন্য অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী রাহেলাসহ অপর যাত্রী ব্যাংক কর্মকর্তা আহত হন। পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাহেলাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, একজন মারা গেছেন। আরও একজন আহত রয়েছেন।