কেন বাদ পড়েছিলেন, জানেন না এমবাপ্পে

৩ সপ্তাহ আগে
অক্টোবরের উইন্ডোতে নিজেকে ফ্রান্স শিবির থেকে সরিয়ে নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। কিন্তু নভেম্বরের উইন্ডোতে কী কারণে কোচ দিদিয়ের দেশম তাকে বাদ দিয়েছিলেন, সেটি জানা নেই। সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন ফরাসি তারকা। যদিও ফ্রান্স কোচ সে সময় তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন।

পরপর দুই উইন্ডোতে ফ্রান্সের শিবিরে দেখা যায়নি দেশটির বড় তারকা এমবাপ্পেকে। অক্টোবরে দলের সঙ্গে যোগ না দেয়ায় কম সমালোচনা হয়নি।  ফরাসি তারকার অনুপস্থিতির কারণ হিসেবে কোচ দিদিয়ের দেশম জানিয়েছিলেন, ইনজুরি থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। কিন্তু কোচের ব্যাখ্যা সে সময় পছন্দ হয়নি সমর্থকদের। কারণ ইনজুরি থেকে সেরে উঠে ক্লাবের হয়ে ততদিন ম্যাচও খেলেছিলেন তিনি। সাবেক ফুটবলারসহ অনেক সমর্থকই সে সময় অভিযোগ তুলেছিলেন, দেশের চেয়ে ক্লাবকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

 

তবে নভেম্বরের ফিফা উইন্ডোতে ইতালি ও ইসরাইলের বিপক্ষে ম্যাচে খেলতে চেয়েছিলেন এমবাপ্পে। কিন্তু তাকে স্কোয়াডে রাখেননি কোচ দিদিয়ের দেশম। সে সময় কোচের ব্যাখ্যা ছিল এমন, ‘আমার তার (এমবাপ্পের) সঙ্গে আলোচনা হয়েছে। আপনাদের কাছে হয়তো তথ্য আছে অথবা নেই। আমি সরাসরি-ই কিলিয়ানের সঙ্গে কথা বলেছি। আমরা কিছু বিষয়ে এক হতে পারিনি। কিন্তু সিদ্ধান্ত নেয়ার দায়বদ্ধতা আমার-ই। এখানে (দলে রাখা না রাখার) সিদ্ধান্ত আমি নিয়েছি। আমি আমারও বলছি, কারণ এটা এভাবেই ভালো।’

 

আরও পড়ুন: ধর্ষণের মামলা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এমবাপ্পে

 

তবে এমবাপ্পে বলছেন, কোচ কেন তাকে বাদ দিয়েছিলেন, সেটি তার জানা নেই। জাতীয় দলের প্রতি ভালোবাসা কমে যাওয়ার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।

 

ফরাসি এ তারকা বলেন, ‘আমার কাছে ফ্রান্স দলের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। দলের প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। সেপ্টেম্বরে কোচকে আমিই বলে ছিলাম দলে না রাখার জন্য। কারণ নতুন দেশে পাড়ি জমিয়েছিলাম। আর অক্টোবরে ইনজুরি। তবে, নভেম্বরে কেনো রাখা হয়নি তা আমি জানি না। আমি কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। তিনি দলের বস।’

 

আরও পড়ুন: পিএসজির আগে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এমবাপ্পে

 

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে সব লিগ মিলিয়ে ২১ ম্যাচে ১১ গোল করেছেন এমবাপ্পে। তবে, গুরুত্বপূর্ণ মোমেন্টে তার ব্যর্থতায় হতাশা ডুবেছে লস ব্লাঙ্কোস। যদিও নিজেকে প্রমাণ করে আবারো ঘুরে দাড়াতে চান এমবাপ্পে। ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছাড়াও নিজে জিততে চান ব্যালন ডি'অর।

]]>
সম্পূর্ণ পড়ুন