শুধু ক্লাবের হয়েই নয়, জাতীয় দলের হয়েও গোলের ধারা অব্যাহত রেখেছেন এই তারকা। সবশেষ ইংল্যান্ডের জার্সিতে চার ম্যাচে করেছেন তিন গোল। গত মাসে লাটভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। ওই ম্যাচ জিতেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ইংলিশরা।
বাছাইপর্বে সার্বিয়া ও আলবেনিয়ার বিপক্ষে দুটি ম্যাচ এখনও বাকি ইংল্যান্ডের। বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গেলেও সামনের ম্যাচ দুটি একেবারে হালকাভাবে নিচ্ছে না ইংল্যান্ড। গোলের ধারা অব্যাহত রাখতে হ্যারি কেইনের জন্যও ম্যাচগুলো গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: রোনালদোকে ছাড়াই সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের মিশনে পর্তুগাল
হ্যারি কেইন যেভাবে পারফর্ম করে যাচ্ছেন, তাতে ব্যালন ডি’অর জয়ের সম্ভাব্য একজন হিসেবে তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখন থেকেই। কিন্তু শুধু ব্যক্তিগত পারফরম্যান্সই যথেষ্ট নয়, সে কথাও জোর দিয়েই বললেন কেইন।
‘এই মৌসুমে আমি ১০০ গোল করতে পারি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ কিংবা বিশ্বকাপ যদি জিততে না পারি, তাহলে হয়তো ব্যালন ডি’অর জিততে পারবো না। আর্লিং হল্যান্ডের ক্ষেত্রেও বা যে কোনো ফুটবলারের ক্ষেত্রে একই কথা বলা যায়। বড় ট্রফিগুলো জিততে হবে।’
আরও পড়ুন: ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলার দ্বারপ্রান্তে নরওয়ে
কেইন আরও বলেন, ‘বায়ার্ন মিউনিখে এখন আমরা খুব ভালো অবস্থায় আছি, ইংল্যান্ড দলও। এটা হয়তো আপাতত পরিস্থিতি আমার পক্ষে রেখেছে একটু বেশি হলেও। আশা করি, যদি ক্লাব ও দেশের হয়ে সবকিছু এভাবে এগোতে থাকে, তাহলে ব্যালন ডি’অর জয়ের আলোচনায় নিশ্চিতভাবেই আমি থাকবো।’
মৌসুমের শুরুটা যেভাবে হয়েছে, তাতে বেশ উচ্ছ্বসিত কেইন। ‘পুরো ক্যারিয়ারেই অসংখ্য ভালো সময় কাটিয়েছি আমি। তবে এখন সব মিলিয়ে আমার মনে হয়, শারীরিকভাবে, মানসিকভাবে এবং অবশ্য গোল যেভাবে আসছে, খেলায় যতটা সম্পৃক্ত হতে পারছি, অন্য যে কোনো বছরের চেয়ে তা হয়তো বেশি। সবকিছুই খুব ভালোভাবে হচ্ছে।’
]]>
১৩ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·