কে কাকে কার্ড দেখাবে এটি নিয়ে আলোচনার প্রয়োজন নেই: এম জাহিদ

৩ সপ্তাহ আগে ১০
জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল, সাদা বা সবুজ কার্ড দেখাবে-এটি নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচির মাঠ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

 

এম জাহিদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি।

 

যেকোনো ঘটনা বা দুর্ঘটনা যাই হোক এটি অন্যায়, একে রাজনীতিকরণ করা ঠিক না বলেও মন্তব্য করেন তিনি।

 

আরও পড়ুন: শহীদদের কোনো দলের কর্মী বানাতে চাই না: ডা. জাহিদ হোসেন

 

অনেকে চব্বিশের আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টার পাশাপাশি নিজেদের অর্জন হিসেবে প্রচার করতে চাইছে এ কথা জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির বিষয়ে বলতে কোন ষড়যন্ত্রে পা দিতে চায় না দল।

 

প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছেও বলে মন্তব্য করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন