বৃহস্পতিবার (৮ মে) ভ্যাটিকানে দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন ৬৯ বছর বয়সি রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই ভোটাভুটিতে অংশ নেন।
গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেয়ার বিষয়টি সামনে আসে।
আরও পড়ুন: নতুন পোপ লিও চতুর্দশ হলেন যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট
নতুন পোপ নির্বাচিত হওয়ার পর রবার্ট ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজারো অনুসারীর উদ্দেশে প্রথম ভাষণ দেন। এসময় আবেগাপ্লুত নতুন পোপ বলেন, ‘আপনারা সবাই শান্তিতে থাকুন। আমাদের একসঙ্গে মিশনারি গির্জা গড়ে তুলতে হবে, যে গির্জা সেতুবন্ধ গড়ে তোলে।
বিশ্বনেতারা পোপ লিও চতুর্দশকে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন আমেরিকান পোপ পাওয়াকে ‘মহান সম্মান’ বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্টে ট্রাম্প লেখেন, ‘অভিনন্দন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, যিনি এইমাত্র পোপ নির্বাচিত হয়েছেন। প্রথম আমেরিকান পোপের জন্ম আমাদের জন্য গর্বের। কী উত্তেজনাপূর্ণ মুহূর্ত! মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি এক মহান সম্মান। আমি পোপ লিও চতুর্দশের সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। আশা করছি এটি হবে অত্যন্ত অর্থবহ এক মুহূর্ত!’
আরও পড়ুন: প্রথম দফায় নির্বাচিত হয়নি পোপ, ভোট গড়াল দ্বিতীয় দফায়
রবার্ট প্রেভোস্ট যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগোতে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন দক্ষিণ আমেরিকায় খ্রিস্টান মিশনারি হিসেবে কাজ করেছেন এবং পেরুতে বিশপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাল্যকালে তিনি গির্জার সেবক ছিলেন। ১৯৮২ সালে তিনি যাজক হিসেবে অভিষিক্ত হন। এরপর ১৯৮৫ সালে পেরুতে যান অগাস্টিন গির্জার মিশনের অংশ হিসেবে।
পেরুতে ট্রুজিয়ো শহরে প্রিভোস্ট ১০ বছর স্থানীয় গির্জায় যাজক হিসেবে কাজ করেছেন এবং সেমিনারির শিক্ষক ছিলেন। গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোয় স্থানীয়দের মধ্যে তার স্মৃতি এখনও উজ্জ্বল।
প্রয়াত পোপ ফ্রান্সিস প্রেভোস্টকে ২০২৩ সালে ভ্যাটিকানে নেয়ার পর ‘পন্টিফিক্যাল কমিশন ফর ল্যাটিন আমেরিকা’র প্রেসিডেন্ট পদে বসিয়েছিলেন। সেই থেকেই প্রিভোস্ট বিশিষ্ট একটি অবস্থানে উঠে আসেন।
২০২৩ সালের জানুয়ারিতে আর্চবিশপ হন তিনি, আর এর কয়েক মাসের মধ্যেই কার্ডিনাল পদ পান। প্রয়াত পোপ ফ্রান্সিস ২০২৫ সালে প্রিভোস্টকে কার্ডিনালদের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বতন পদে বসিয়েছিলেন।
]]>