শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে এ ফেস্ট অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় কুয়েট অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান, আরএএসএস অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এনার্জি সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী।
আরও পড়ুন: ফোক ফেস্টের ভেন্যু, তারিখ চূড়ান্ত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ফেস্টের কো-অর্ডিনেশন মো. মাহমুদুল আলম জানান, এ উৎসব কেবলমাত্র একটি প্রতিযোগিতামূলক ইভেন্ট নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশ এবং এনার্জি সেক্টরের উন্নতি সাধন করতে পারলে বিদেশি সরবরাহের ওপর নির্ভরশীলতা কমবে, অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। খুলবে সম্ভাবনার নতুন দুয়ার।
কেস কম্পিটিশন, ক্যাড কনটেস্ট এবং পোস্টার ডিজাইন এ তিন ক্যাটাগরিতে ৮টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।