কুয়াকাটায় ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

৩ সপ্তাহ আগে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে উঠল প্রায় ১০ ফুট লম্বা ধূসর বর্ণের এক মৃত ইরাবতী ডলফিন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটি দেখা যায়।

জানা যায়, স্থানীয় ট্যুর গাইড রহমান বিশ্বাস প্রথম মৃত ডলফিনটি দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়তেই পর্যটকদের ভিড় জমে যায় সৈকতের বালুচরে। পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ডলফিনটির মৃতদেহ মাটিচাপা দেয়া হয়।


উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, 'ট্যুর গাইডদের মাধ্যমে খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বন বিভাগ এসে ডলফিনটিকে মাটিচাপা দেয়। দেখে মনে হচ্ছে, জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রাণীটি।'


আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে কেন ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন?


বিশেষজ্ঞদের মতে, ইরাবতী ডলফিন সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার জলসীমা ও বঙ্গোপসাগরের উপকূলবর্তী নদীর মোহনাতে দেখা যায়। এরা মিঠা পানি ও লোনা জলে টিকে থাকার বিরল ক্ষমতা রাখে। সাম্প্রতিক সময়ে এই প্রজাতি একের পর এক মৃত অবস্থায় ভেসে আসায় শঙ্কিত পরিবেশবিদরা।

]]>
সম্পূর্ণ পড়ুন