মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনভর উপজেলা প্রকৌশল কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের বিভিন্ন রাস্তা, ব্রিজ-কালভার্ট পরিদর্শন করেন দুদকের একটি টিম।
এ সময় গত অর্থবছরের উন্নয়ন প্রকল্পের নথিপত্র দেখেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজ সরেজমিন তদন্ত করা হয়।
কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উলিপুরেও আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: তাড়াশে সেতুর সরঞ্জাম গায়েব, দুদকের অভিযান
তিনি আরও বলেন, যেসব প্রকল্পের অনিয়মের খবর পাওয়া গেছে, সেসব রাস্তা সরেজমিন তদন্ত করে স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।