শনিবার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসেনাইন কায়কোবাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতি প্রদানের তথ্য জানানো হয়।
জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে রাজারহাট বাজারের থানা মোড়স্থ বাদল চন্দ্রের কসমেটিক্স দোকানে সাংবাদিক আসাদ কেনাকাটা করার সময় তাকে দেখে সোহেল আনিছ অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। এসময় তিনি সেখান থেকে সরে পার্শ্ববর্তী আব্দুর রশিদের ওষুধের ফার্মেসিতে ওষুধ ক্রয়ের জন্য আসেন। সোহেল আনিছও তার পিছু পিছু সেখানে উপস্থিত হয়ে পুনরায় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকী প্রদান করতে থাকে। সাংবাদিক আসাদ তাকে হুমকি ও গালমন্দের কারণ জানতে চেয়ে বিষয়টি মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করার সময় সোহেল আনিছ উত্তেজিত হয়ে তার হাত থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করে এবং হুমকি দেয় যে, বিএনপি ক্ষমতায় আসলে সে রাজারহাট প্রেসক্লাব দখলে নিয়ে নিজেই সভাপতি হবে। একপর্যায়, তার বাবার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ উঠানো না হলে প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়। এঘটনায় অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপি তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেন।
তদন্তকালে সাবেক উপজেলা আহ্বায়ক আনিছুর রহমান কর্তৃক দলীয় প্রভাব খাটিয়ে উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও এক মাদ্রাসায় সভাপতি হয়ে পদ বিক্রি করে টাকা ভাগাভাগির প্রস্তাব, তার পুত্রকে লেলিয়ে দিয়ে সাংবাদিক হত্যার হুমকি, একজনের কলিজা ছিড়ে নেয়ার হুমকির সংক্রান্ত ভিডিও ফুটেজ সহ নানা অভিযোগ, রাজারহাট কামিল মাদ্রাসার সভাপতি হতে না পেরে একজন প্রখ্যাত আলেমকে হুমকির অডিও এবং কল রেকর্ড, ওই নেতা কর্তৃক তার পুত্রবধুকে মেনে নিতে নিজের বিকল কিডনি স্থাপনের জন্য একটি কিডনির দাবি সংক্রান্ত কল রেকর্ড সহ অব্যাহতভাবে দলিয় শৃঙ্খলা ভঙ্গ এবং আহ্বায়কের দলীয় প্রভাব খাটিয়ে তার (আগে ছাত্রলীগের কর্মী ছিল) পুত্র সোহেল আনিছের বিভিন্ন অপকর্মের তথ্য-প্রমাণ পান তদন্ত কমিটি।
আরও পড়ুন: খুলনায় বিএনপির দুই সাংগঠনিক সম্পাদক পদচ্যুত
এর প্রেক্ষিতে শনিবার কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়"বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপি আহ্বায়ক আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব অব্যাহতি প্রদান করা হলো। তদস্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. শফিকুল ইসলামকে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপি আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা উপজেলা বিএনপি আহ্বায়ক আনিছুর রহমানকে অব্যাহতি প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।