মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল নাগেশ্বরী উপজেলার ভিতর বন্দ ইউনিয়নের নন্দনপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: বেপরোয়া দুই মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ২ যুবক নিহত
স্থানীয়রা জানান, নিহত জয়নাল তার শ্যালোক জুয়েলের সঙ্গে মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে ভিতরবন্দ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জয়নাল ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেল চালক জুয়েল গুরুত্ব আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে আছে।