কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ লিটন মিয়ার (২৯) মরদেহ উদ্ধার করা হয়।

 

লিটন মিয়া চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান, রমনা ব্যাপারী পাড়া এলাকার সুন্দর আলী ও তার ছেলে লিটন মিয়া প্রতিদিনের মতো ভোরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। সকাল সাড়ে ১১টার সময় ছেলে লিটন মিয়া নৌকার সামনে দাঁড়িয়ে জাল টানার সময় পড়ে যান। ব্রহ্মপুত্র নদের স্রোতে সে আর উপরে ভেসে না ওঠায় বাবা সুন্দর আলী আশপাশের জেলের নৌকাকে ডাকতে শুরু করেন। পরে অন্যান্য জেলেরা সেখানে এসে জাল টানাসহ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খোঁজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টার দিকে তারা লিটন মিয়ার মরদেহ উদ্ধার করেন।


চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ চন্দ্র জানান, ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির সম্পর্কে কেউ ফায়ার সার্ভিসকে জানায়নি।
 

আরও পড়ুন: চাঁদপুরে নদীতে নিখোঁজ কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

 

চিলমারী নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, মাছ ধরতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে এক যুবক নিখোঁজ হন। পরে অন্য জেলে ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন