কুড়িগ্রামে বজ্রপাত: ৪ সন্তানকে এতিম করে না ফেরার দেশে বাবা-মা

১ দিন আগে
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কৃষক জাহাঙ্গীর হোসেন (৪০) স্ত্রী রুবি বেগম (৩২)।

 

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বাতাস ও বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে জাহাঙ্গীরের টিনের ঘরের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।’

 

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙার গাড়ি পড়ল রাস্তার পাশে, ২ ভাই নিহত

 

চেয়ারম্যান আরও বলেন, ‘তবে তাদের সন্তানরা অক্ষত রয়েছে। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। বাবা-মাকে হারিয়ে এখন তারা এতিম। এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।’

 

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন