সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে সাগর আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা পুকুরের পানি ব্যবহার করে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী সাইফুর, ফজল ও রফিকুল বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গোয়ালঘর থেকে শুধু গরু বের করতে পেরেছি। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ায় আর কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।’
আরও পড়ুন: কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা সাগর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হঠাৎ আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। চোখের সামনে স্বপ্নের বাড়িটি ভস্মীভূত হলো। ঘরে ধান, চালসহ যাবতীয় জিনিসপত্র ছিল। আমার ছেলের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটিও পুড়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, ‘৫০ হাত সেমি পাকা ঘরসহ পুরো বাড়িটি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহযোগিতা দেয়া জরুরি।’
]]>