স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার কাঠগীড় ৪ নং ওয়ার্ডের সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকা করণের কাজ চলছিল। এর মধ্যে সীমান্ত লাগোয়া ২৫০ মিটার রাস্তা খোঁড়ার সময় বিএসএফ এই বাঁধা প্রদান করে।
ভূরুঙ্গামারী উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের শালমারী দিগলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এই বাঁধা দেয়। তবে বিজিবি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
স্থানীয় ইউপি সদস্য বাবু মিয়া জানান, বিষয়টি নিয়ে সোমবার (৭ এপ্রিল) দুপুরে কাঠগীড় সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। তিনি বলেন, ‘বিএসএফ সীমান্তের কাছে আড়াইশ মিটার রাস্তা খোঁড়ার কাজ বন্ধ করতে বলেছে, তবে অন্যান্য অংশের কাজ চলমান রয়েছে।’
আরও পড়ুন: কুড়িগ্রামে অষ্টমীর স্নানে লাখো ভক্তের সমাগম
এ ব্যাপারে এলজিইডির পাকা সড়ক নির্মাণ কাজের ঠিকাদার শাহিন সিকদার জানান, এই প্রকল্পে ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে, কিন্তু সীমান্তের কাছাকাছি ২৫০ মিটার অংশের কাজ বর্তমানে স্থগিত রয়েছে।
এদিকে বিজিবি মিডিয়া সেলের সূত্রে জানানো হয় যে, বর্তমানে এই বিষয়ে তেমন গুরুতর কিছু নেই। তবে পরবর্তীতে প্রয়োজন হলে তথ্য প্রদান করা হবে।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুর উল হকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
]]>