কুষ্টিয়ায় হাফেজ্জীর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দাওয়াতি মজলিস

২ সপ্তাহ আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দাওয়াতি মজলিস করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির সদস্যরা দীর্ঘ ২ ঘণ্টার নদীপথ অতিক্রম করে অসহায় মানুষের মাঝে এ সেবা পৌঁছে দেন।

সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী চিলমারীর স্থানীয় অসহায়দের মাঝে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে হাফেজ্জীর সদস্যরা।

 

দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দাওয়াতি মজলিসের মাধ্যমে মানুষের কাছে ইসলামের শান্তির বাণী পৌঁছে দেওয়া হয়। ইসলামের সৌন্দর্য চমৎকারভাবে তাদের কাছে উপস্থাপন করা হয়।

 

ওই দিন পরিচালিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে শত শত রোগীকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।

 

আরও পড়ুন: কদমবুসি করা কি জায়েজ?

 

সংগঠন সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে অসহায়দের মাঝে প্রায় ৩০০টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। এ ছাড়া নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প, ধারাবাহিক দাওয়াতি কার্যক্রম এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে গাজার মজলুমদের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

 

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের শুরু  ২০১৩ সালে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢালকানগর পীর মুফতি জাফর আহমদসহ দেশের শীর্ষ আলেমদের তত্বাবধানে পরিচালিত হচ্ছে সংস্থাটি। সংস্থাটি দেশে অসহায়ের সহযোগিতা, চিকিৎসা, স্বাবলম্বীকরণ ও পুনর্বাসনে কাজ করছে। কয়েক লাখ মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে এরই মধ্যে। পুনর্বাসন করছে অসহায়দের। নওমুসলিমদের জন্য আছে কল্যাণ কর্মসূচি। দেড় বছর ধরে সহযোগিতা করছে গাজার অসহায়দের। গাজার শিশুদের জন্য করেছে স্কুল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে চারটি হাসপাতালে নিয়মিত সহযোগিতা করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন