পুলিশ সদস্যকে হেনস্তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে এক ট্রাফিক পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় মারতে থাকেন এক নারী। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর সঙ্গে থাকা আরেক নারী তাকে লাঞ্ছিতের দৃশ্যটির ভিডিও মোবাইলে ধারণ করেন। এক পর্যায়ের তিনিও ওই পুলিশ সদস্যকে মারতে থাকেন। তারা জুতা দিয়ে পেটান ওই পুলিশ সদস্যকে।
ভুক্তভোগী ওই পুলিশ সদস্য কুষ্টিয়া ট্রাফিক পুলিশে কনস্টেবল পদে কর্মরত।
আরও পড়ুন: সড়কে শৃঙ্খলা ফেরাতে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ট্রাফিক পুলিশ
তিনি বলেন, সকালে রিকশায় করে এক নারী তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এমন সময় রেলগেট পড়ে গেলে আমাদের ওপর চড়াও হন তিনি। এরপর বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে ফিরে এসে আচমকা তারা আমাকে মারধর করেন।
পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে পুলিশ লাইনে পৌঁছে দেন। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।
এ ঘটনায় অভিযুক্ত ওই দুই নারীর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: 'ট্রাফিক পুলিশ' শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করল বিসিবি
এ বিষয়ে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আমি ছুটিতে আছি। কথা বলে বিস্তারিত জানাতে পারবো।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, অভিযুক্ত ওই দুই নারীকে খুঁজছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।