কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে জাসদ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৭ ঘন্টা আগে
কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত জমির (৪৮) মিরপুর থানার মিটন মণ্ডলপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে সোমবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে মিটন মণ্ডলপাড়া গ্রামের মসজিদের কাছে জমিরের উপর হামলা করেন আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ। তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন নাঈম ও মাজহারুল নামে আরও দুজন।

 

তারা হাতুড়ি ও হকিস্টিক দিয়ে জমিরকে বেড়ধক পেটান। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

 

আরও পড়ুন: শৈলকুপায় ট্রাকচাপায় মুক্তিযোদ্ধা নিহত

 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুপুরে স্থানীয় মসজিদের কাছে জাসদ কর্মী জমিরকে হাতুড়ি-হকিস্টিক দিয়ে পেটানো হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

 

এই কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন