কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা

২ দিন আগে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রেফাজুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেফাজুল ইসলাম ওই এলাকার জামাত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন রাতে রেফাজুল ইসলাম একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন, তখন কয়েকজন অস্ত্রধারী এসে তাকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থলে তিনি মারা যান। একই সময়ে স্থানীয় চা বিক্রেতা লালন মন্ডল (৫০)ও দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র দিয়ে আক্রান্ত হন। তাকে গুরুতর আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আহত লালন মন্ডলের বড় জামাই অনিক জানান, তার শ্বশুর চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এবং ঘটনার সময় তার ছেলে মাছ ধরতে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।


ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) একরামুল হক জানান, লালন মন্ডলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে তার শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।


আরও পড়ুন: রাজধানীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা, কী বলছে পুলিশ?


কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, 'এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।” তবে হত্যাকারীদের পরিচয় জানা যায়নি এবং তদন্ত কাজ চলছে।'


এ ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন