কুয়েতে ৪৮তম আন্তর্জাতিক বইমেলা শুরু

১ দিন আগে
কুয়েত শুরু হয়েছে ৪৮তম আন্তর্জাতিক বইমেলা। গত বুধবার (১৯ নভেম্বর) জমকালো আয়োজনের মধ্যদিয়ে ১০দিনব্যাপী মেলার উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবদুল রহমান আল-মুতাইরি।

বইমেলা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এ বছর বইমেলায় মোট ৩৩টি দেশের ৬১১টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। ৪৩৩টি প্যাভিলিয়নে ২ লাখ ৭০ হাজারেরও বেশি বই প্রদর্শন করা হচ্ছে। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল রহমান আল-মুতাইরি বলেন, এই ব্যাপক অংশগ্রহণ আন্তর্জাতিকভাবে কুয়েতের সাংস্কৃতিক নেতৃত্ব ও প্রকাশনা অঙ্গনে বৈশ্বিক মর্যাদাকে আরও উন্নত করেছে।

 

কুয়েতকে চলতি বছরের জন্য আরব সংস্কৃতি ও মিডিয়ার রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। এবারের বইমেলা দেশটির সেই অর্জনেরই অংশ বলে জানান কুয়েতের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী।

 

বইমেলায় সাংস্কৃতিক হল, সাংস্কৃতিক ক্যাফে ও শিশুদের জন্য বিশেষ প্যাভিলিয়ন রাখা হয়েছে। বই, গবেষণা, সাহিত্য, স্থাপত্য, দৃশ্যশিল্প ও ঐতিহ্য নিয়ে আলোচনা, কর্মশালা ও সেমিনার আয়োজনের সুযোগ রয়েছে। 

 

আরও পড়ুন: মিশরে ৭ দেশের সাংবাদিকদের নিয়ে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের কর্মশালা

 

কুয়েতের ৭২ শতাংশ জনগোষ্ঠীর বয়সই এখন ৩০ বছরের নিচে। এ কারণে যুব সম্পৃক্ততা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এবারের বইমেলায়। উদ্বোধনের পর কুয়েতি ও ওমানি কর্মকর্তারা জাতীয় আরব ও আন্তর্জাতিক স্টল পরিদর্শন করেন এবং তরুণ লেখক শিল্পীদের সৃজনশীলতা ও গবেষণা কাজের প্রশংসা করেন।

 

বইমেলায় নিজেদের প্রকাশনা নিয়ে হাজির হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমও। ৭ নম্বর হলের ৩৭ নম্বর বুথে কুয়েত নিউজ এজেন্সির (কুনা) প্যাভিলিয়নে উদ্বোধনের দিন থেকেই দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। 

 

কুনার প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে Kuwait in Memory of the Days, A Simplified Linguistic Guide for Media Professionals , Kuwait: A Constitutional State, Kuwait: Capital of Islamic Culture 2016। 

 

এছাড়াও আছে কুনা জুনিয়র এবং টেক কুনা ম্যাগাজিনও। শিশুদের মিডিয়া সাক্ষরতা, ডিজিটাল সাংবাদিকতা ও পেশাদার মিডিয়া উন্নয়নে কুনার ভূমিকা তুলে ধরছে প্যাভিলিয়ন দুটি।

 

আরও পড়ুন: মালদ্বীপ / বিপুল পরিমাণ সিগারেট চুরির ঘটনায় প্রবাসী বাংলাদেশি গ্রেফতার

 

দর্শনার্থী, শিক্ষার্থী, লেখক, শিল্পী ও গবেষকসহ সকল বয়সের মানুষের সরব উপস্থিতিতে মেলা জমে উঠেছে। বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে  শিশু, কিশোর, প্রতিবন্ধী দর্শনার্থীদের প্রতি।

 

হলগুলোর নামকরণ করা হয়েছে বিশিষ্ট কুয়েতি সাহিত্যিকদের নামে আব্দুল রাজ্জাক আল-বাসির (হল ৫), ইসমাইল ফাহাদ ইসমাইল (হল ৬), আব্দুল আজিজ হুসেন (হল ৭)। 

 

সংস্কৃতি চর্চা, বই ও জ্ঞান বিনিময়ের উৎসবে কুয়েত এক মহাসমারোহে বিশ্বকে স্বাগত জানাচ্ছে। ৪৮তম আন্তর্জাতিক বইমেলা হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক উদযাপন।

]]>
সম্পূর্ণ পড়ুন