দেশে বছর ঘুরে আবার এসেছে শীত। হেমন্তের হাওয়ায় শীতের আগমনী বার্তা মিলতেই শুরু হয়েছে পিঠা উৎসব। বিদেশ বিভুঁইয়েও পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশিরা। কুয়েতের মরু অঞ্চল কাবাদে আয়োজন করা হয় পিঠা উৎসব।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শুরু হয় দুদিনব্যাপী এই উৎসব। কুয়েতে বসবাসরত কুমিল্লার হোমনা থানার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় সব পিঠার সমারোহ ঘটে।
দুধ চিতই, রস মঞ্জুরি, পাটিসাপটা, খলা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, পুলি ও নারকেল পিঠাসহ বাহারি স্বাদের পিঠা পরিবেশন করা হয় এতে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তাদের এই উদ্যোগ।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু
কর্মব্যস্ত প্রবাস জীবনে এমন আয়োজন একে অন্যের প্রতি ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে। অনুষ্ঠানে আগত অতিথিরা এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। পিঠা উৎসবের পাশাপাশি বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসী শিল্পীরা পরিবেশন করেন জারি, সারি ও বাউলসহ নানা ধরনের সংগীত।
শুক্রবার (১৪ নভেম্বর) দ্বিতীয় দিনে দিনব্যাপী অতিথি আপ্যায়নে ব্যস্ত সময় কাটান আয়োজকরা। কুয়েতপ্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে মরু অঞ্চল কাবাদের এই পিঠা উৎসব হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·