কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালে গাইবেন মনির খান-লুইপা

৩ সপ্তাহ আগে
চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল। আর ওই ফেস্টিভ্যালে গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা।

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ইতিবাচকভালে তুলে ধরতে আগামী ২৭ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া ২০২৫। এই উৎসবে মঞ্চ মাতাতে থাকবেন মনির খান ও লুইপা। তাদের পরিবেশনা পুরো আয়োজনে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

 

দিনব্যাপী এই উৎসবে গান ছাড়াও থাকবে নানা ধরনের আয়োজন। প্রবাসী বাংলাদেশি ও মালয়েশীয় দর্শকদের জন্য নাচ, ফ্যাশন শোর পাশাপাশি আধুনিক সংগীতের সমন্বয়ে একটি বিশেষ সাংস্কৃতিক এক্সপোর ব্যবস্থা রাখা হয়েছে।

 

এতে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে। জানা গেছে, দুই তারকা শিল্পীর সঙ্গে থাকবে ছয় সদস্যের একটি বাদ্যযন্ত্রীর দল, যারা সরাসরি বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবেন।

 

আরও পড়ুন: ৩৪ বাংলাদেশিসহ ১৭৬ বিদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

 

আয়োজক মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) জানিয়েছে, এই সাংস্কৃতিক আয়োজনটি কেবল প্রবাসী বাংলাদেশিদের জন্যই নয়, বরং স্থানীয় মালয়েশিয়ান দর্শকদের জন্যও একটি অনন্য অভিজ্ঞতা হবে।

 

আয়োজকদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি সংগীত, শিল্প ও সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি পরিচিতি লাভ করবে। উৎসবের এই দিনটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলাতেও পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন