মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় চালানো হয়। অভিযানে মোট ১৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ৭৫৮ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সঙ্গে তাদের নথিপত্র যাচাই করা হয়।
এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৭১ জনকে আটক করা হয়। যাদের অনেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করছিলেন।
আটক হওয়াদের মধ্যে ভারত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি জলিল আহমেদের মাসিক আয় এখন দেড় লাখ টাকা
এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় ব্যবসায় প্রতিষ্ঠানে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ করা হচ্ছে।
ওথমান আরও জানান, বৈধ ভ্রমণনথির অভাব, ওয়ার্ক পারমিট না থাকা ও বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়াসহ বেশ কিছু অভিযোগে ১৭১ জনকে আটক করা হয়েছে। অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
বাসরি ওথমান নিয়োগকর্তাদের সতর্ক করে বলেন, যারা অভিবাসন আইন লঙ্ঘন করে অবৈধ কর্মী নিয়োগ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং কোনো আপস করা হবে না।
আরও পড়ুন: সার আমদানিতে বাংলাদেশ-মালয়েশিয়ার সমঝোতা স্মারক সই
]]>