কুয়ালালামপুর বিমানবন্দরে বিদেশিদের প্রবেশে সহায়তা করায় দুই বাংলাদেশিসহ আটক ৩

৪ সপ্তাহ আগে
মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের অবৈধভাবে প্রবেশে সহায়তা করার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। গত সোমবার (১৪ জুলাই) বিকেলে নেগরি সেম্বিলান ও কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তাদের পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর শুনানিতে রিমান্ড আবেদন জানানো হয়। বিচারক আগামী ২০ জুলাই পর্যন্ত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এসপিআরএম জানায়, আটক হওয়া ব্যক্তিরা বিদেশি এজেন্ট হিসেবে কাজ করছিল এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ১-এর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে সহায়তা করছিল।

 

আরও জানানো হয়, তারা একটি সিন্ডিকেট তৈরি করে বিমানবন্দরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ‘কাউন্টার সেটিং’ করত। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদেশি নাগরিকদের চেক-ইন প্রক্রিয়া সহজ করে দিত।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় নার্সকে যৌন হেনস্তার অভিযোগে বাংলাদেশি অভিযুক্ত

 

দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী, একজন বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে সহায়তার জন্য বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১ হাজার ৮০০ থেকে আড়াই হাজার রিঙ্গিত পর্যন্ত ঘুষ দেয়া হতো। 

 

মধ্যস্থতাকারীদের মাধ্যমে নগদ টাকায় এই অর্থ পরিশোধ করা হতো এবং এই কাজে কুয়ালালামপুর ও নেগরি সেম্বিলানের আশেপাশের আবাসিক এলাকা ব্যবহার করা হতো।

 

কমিশন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পর্যন্ত তারা প্রায় ১ লাখ ৩৮ হাজার রিঙ্গিত মূল্যের ১০টি লেনদেন শনাক্ত করে। এরপর গত সোমবার দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা বিভাগ অভিবাসন বিভাগের গোয়েন্দা বিভাগের সাথে যৌথভাবে একটি সমন্বিত অভিযান চালায়।

 

এসপিআরএমের গোয়েন্দা বিভাগের সিনিয়র পরিচালক সাইফুল ইজরাল আরিফিন আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, বিষয়টি ২০০৯ সালের এসপিআরএম আইনের ধারা ১৬ (বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে।

 

আরও পড়ুন: প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় বাংলাদেশিসহ ১৩১ জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া

 

এছাড়া গত অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সোমবার পৃথক এক অভিযানে অভিবাসন বিভাগ আরও ২৯ জন বিদেশি নাগরিককে আটক করে। এর মধ্যে ২১ জন পুরুষ এবং ৮ জন নারী। আটক সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রজায়া অভিবাসন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

 

]]>
সম্পূর্ণ পড়ুন