কুমিল্লায় সিআইডি সেজে চাঁদাবাজি, শ্রমিকদল নেতাসহ গ্রেফতার ৫

৩ সপ্তাহ আগে
কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয়ে এক প্রবাসীর বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট এবং মুক্তিপণের দাবিতে চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদল নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

সোমবার (১৪ জুলাই) গ্রেফতাদের আদালতে সোপর্দ করা হয়।

 

গ্রেফতাররা হলেন চান্দিনা পৌর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ড সভাপতি সোহেল মুন্সী (৩৯), সোহাগ আহমেদ (৩৫), রাসেল মিয়া (২৯), হানিফ (২৭) ও ফয়সাল (২৭)।

 

পুলিশ জানায়, মালয়েশিয়া ফেরত প্রবাসী সোহেল সরকার ১৩ জুলাই দুপুরে চান্দিনায় তার শ্বশুরবাড়িতে গেলে পাঁচ প্রতারক সিআইডি পরিচয়ে বাড়িতে হানা দেয়। তারা ৮ ভরি ৯ আনা ১ রতি ৬ পয়েন্ট ওজনের স্বর্ণালঙ্কার ও দুটি দামি মোবাইল ছিনিয়ে নেয় এবং পরে তাকে জিম্মি করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

 

আরও পড়ুন: বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবিতে অধ্যক্ষ কলেজ ছেড়ে বললেন, আর আসবো না

 

ভুক্তভোগীর স্ত্রী স্বপ্না আক্তার চান্দিনা আর্মি ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকেই গ্রেফতার করে।

 

তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল (আইফোন ১৬ প্রো ম্যাক্স ও স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন