কুমিল্লায় বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা, গ্রেফতার ৬

১ সপ্তাহে আগে
কুমিল্লার মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের উপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় বিএনপির ৬ কর্মীকে গ্রেফতার করে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২৪ মার্চ) রাতে মুরাদনগর থানার হামলার ঘটনা ঘটে।


গ্রেফতাররা হলেন- বিএনপি কর্মী আবুল কালাম (৪৮), মোহাম্মদ হোসেন (২২), মো. ওহাব আলী (৫৫), আবুল হাসান জুয়েল (৪২), মো. মুহসিন সরকার (৩৮), মো. জসিম উদ্দিন(৫৮)।


পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় সিএনজির করণিক আবুল কালাম আজাদের সঙ্গে ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের বাকবিতণ্ডা হয়। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওবায়দুল হক থানায় অভিযোগ করলে পুলিশ আবুল কালাম আজাদকে গ্রেফতার করে।


মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, আবুল কালাম আজাদকে গ্রেফতারের খবর পেয়ে বিএনপির ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী তাকে ছাড়িয়ে নিতে আসে। একপর্যায়ে লাঠিসোঁটা, হকিস্টিক নিয়ে তারা থানার গেটে হামলা চালায়।


তিনি বলেন, ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের উপর হামলার ঘটনায় একটি এবং থানায় আক্রমণের ঘটনায় আরেকটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী ফয়সাল এবং অপর মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) আলী আক্কাস।


আরও পড়ুন: থানার ভেতরে ছাত্রদল নেতার হামলায় ২ শিক্ষার্থী আহত


এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন এবং যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনকে ফোন করা হলেও তারা দুজনই ফোন কেটে দেন।


মুরাদনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বলেন, ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের ওপর হামলার ঘটনায় আবুল কালাম আজাদ নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতাকর্মীরা থানায় লাঠিসোঁটা হকিস্টিক নিয়ে আক্রমণ চালায়। তারা থানার কলাপসিবল গেট ভেঙে ফেলার চেষ্টা করে।


এ ঘটনায় আমাদের পুলিশ বাদী হয়ে একটি এবং ভুক্তভোগীর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় এজহার নামীয় ৩২ জন এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

]]>
সম্পূর্ণ পড়ুন