মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালানো হয়। বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫৪ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি উদ্ধার করা হয়। এর বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।
আরও পড়ুন: কুমিল্লায় আন্তজেলা ডাকাত দলের দলনেতাসহ গ্রেফতার ১৪
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান উপস্থিত ছিলেন। এছাড়া বিজিবি’র এ্যাডজুটেন্টের নেতৃত্বে জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে অংশ নেন।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দ করা বাজি পরবর্তীতে বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়া হবে।