শুক্রবার (২০ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা প্রয়াত আবুল হাসেমের ছেলে।
আরও পড়ুন: রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধু নিহত
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নাছির স্থানীয় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। সকালে কাজে যাওয়ার সময় নবগ্রাম সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে নাছির মারা যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি শাহাব উদ্দিন।
]]>