কুমিল্লায় ঋণের চাপে ইঁদুরের ওষুধ খেয়ে মা-মেয়ের আত্মহত্যা

৩ সপ্তাহ আগে
কুমিল্লায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মা ও মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলা দেবপুর ফাঁড়ি পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

বুধবার (১৩ আগস্ট) বিকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানা দেবপুর ইনচার্জ শহীদুল্লাহ প্রধান।


মৃতরা হলেন- কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পাল (৪২) এবং তাদের মেয়ে তন্বী রানী পাল (১৮)।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নমিতা রানী পাল দেবপুরের একটি মিলে চাকরি করতেন। দীর্ঘদিনের অসুস্থতার কারণে ৫ মাস আগে চাকরি ছেড়ে দেন। এরপর মেয়েকে নিয়ে কষ্টে জীবনযাপন করতেন। চাকরি ছাড়ার কিছুদিনের মাথায় প্রতিবেশীদের কাছ থেকে অনেক টাকা ঋণ নেন। তাছাড়া বিভিন্ন এনজিও থেকেও কিস্তির মাধ্যমে ঋণগ্রহণ করেন। স্বামীহারা নমিতা ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ইঁদুর মারার ওষুধ খেয়ে মা ও মেয়ে আত্মহত্যা করে।


নমিতা রানী দেবর সময় সংবাদকে বলেন, মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১১টার সময় তারা ঘুরতে যায়। সকাল ৯টার দিকে তাদের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা এসে ডাক দেয়। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না আসায় আমি দরজার লক ভেঙে ভিতরে প্রবেশ করি। এ সময় ভাইয়ের মেয়ে তন্বী অজ্ঞান অবস্থায় পড়ে ছিল। আমার বৌদি আমাকে দেখে বলছিল তার বুক জ্বালা করতেছে। পরে আমরা তাদের দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৫ তলা ভবনের কার্নিশে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা


এ বিষয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ প্রধান সময় সংবাদকে বলেন, দুপুরে নামাজের পর আমরা খবরটি জানতে পেরে ঘটনা চলে আসে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা ঘরটি তল্লাশি করে  ইঁদুর মারা কিছু ট্যাবলেটের পাতা সংগ্রহ করতে পেরেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকতার সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে

]]>
সম্পূর্ণ পড়ুন