কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর গাড়িবহরে হামলা

২ সপ্তাহ আগে
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রত্যাশী ও প্রয়াত সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ার-উল আজিমের কন্যা সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে সামিরা আজিম দোলাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন দোলা।

রোববার (৯ নভেম্বর) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ হামলা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সামিরা আজিম দোলা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করছিলেন। ছনগাঁও এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ বিএনপি নেতা আবুল কালামের অনুসারীরা তার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর করা হয়।

 

হামলায় বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, যুবদল নেতা আবুল কাশেমসহ অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জ-১ আসন / দেশের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হওয়ার আশা বিএনপি মনোনীত প্রার্থী দিপুর

 

রোববার রাতে হাসপাতালে ভর্তি থাকা সামিরা আজিম দোলা জানান,  দল প্রাথমিকভাবে আবুল কালামকে মনোনয়ন দিয়েছে। দল আমাকেও কাজ করতে বলেছে; আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রচারণা করার জন্য উঠান বৈঠকে গিয়েছিলাম। আবুল কালামের নির্দেশই আমার উপর হামলা হয়েছে।

 

তিনি আরও বলেন, আমাকে জানে মেরে ফেলার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। আমি তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই। সোমবার (১০ নভেম্বর) এ ঘটনায় মামলা দায়ের করব।

 

অন্যদিকে বিএনপি নেতা আবুল কালাম বলেন, ‘এই হামলার সঙ্গে আমার কোনো অনুসারী জড়িত নয়। আমিও ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

 

এদিকে, পুলিশ বলছে, এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা করলে ব্যবস্থা নেয়া হবে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনার পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন