কুমিল্লা-৬ আসনে মনোনয়নবঞ্চিত ইয়াছিনের সমর্থনে নারীদের বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির সহস্রাধিক নারীকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।

বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬ টা পর্যন্ত নগরীর পূবালী চত্বর এলাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। 

 

ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে গিয়ে অবস্থান নেয়।বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের প্রতি একাত্মতা ঘোষণা করেন।


আরও পড়ুন: কুমিল্লা-১০ আসনে বিএনপি নেতাকর্মীদের রেলপথ অবরোধ


নেতাকর্মীরা অভিযোগ করেন, মনোনয়ন পাওয়া প্রার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। এতে তৃণমূল পর্যায়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা মনোনয়ন বঞ্চনাকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন