কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালকের অপসারণ দাবি

১ সপ্তাহে আগে
দুর্নীতির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজের অপসারণের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিপীড়িত নাগরিক সমাজ।

এছাড়া কুমিল্লার ছাত্র জনতা ও সচেতন এলাকাবাসীর ব্যানারেও পরিচালক, তার প্রধান সহকারী দেলোয়ার এবং ড্যাব কুমিল্লা মহানগর সভাপতি এমএম হাসানের অপসারণ দাবি করেন তারা।  

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

 

আরও পড়ুন: কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা প্রশ্নে রুল

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কেনাকাটায় কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক মাসুদ পারভেজ, কুমিল্লা মহানগর ড্যাব সভাপতি এমএম হাসানসহ কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে।  
দুর্নীতিতে অভিযুক্ত রয়েছেন পরিচালকের প্রধান সহকারী দেলোয়ার হোসেনও।

 

এছাড়া দীর্ঘদিন হাসপাতালে অনিয়ম ও দালালদের বিরুদ্ধে বার বার প্রতিবাদ করে আসলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিতে পারেনি।  বরং তাদের বিরুদ্ধে পরপর দুর্নীতির অভিযোগ উঠে আসছে।  তাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম জনবান্ধব করার লক্ষ্যে বর্তমান পরিচালক ও দুর্নীতিগ্রস্ত সকল চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করা জরুরি।

 

আরও পড়ুন: কুমিল্লায় মা-মেয়ে খুনের ঘটনায় মূলহোতা কবিরাজ মোবারক গ্রেফতার

 

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগর যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাশেদুল হাসান, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মো. সামদানীসহ মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী।

 

]]>
সম্পূর্ণ পড়ুন