কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে শিশুর মৃত্যু

১ সপ্তাহে আগে
কক্সবাজারের কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে ফা‌রিহা ম‌নি না‌মে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (২০ জুন) সকা‌লে উত্তর ধুরুং চাইন্দার পাড়ায় পা‌নি ডু‌বির ঘটনা ঘ‌টে‌ছে।


প্রত‌্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকাল ১০ টার দি‌কে ওই গ্রা‌মের সিএন‌জিচালিত অটোরিকশাচালক মা‌নি‌কের শিশুকন‌্যা ফা‌রিহা ম‌নি (২) সবার অজা‌ন্তে পা‌শের পুকু‌রপাড়ে খেল‌তে গি‌য়ে পড়ে যায়। এসময় প্রতি‌বে‌শীরা পুকু‌র থেকে উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়। জরুরি বিভা‌গের ডা. মাহমুদ পরীক্ষা শে‌ষে শিশু‌টিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পুকুরে গোসলে নেমে তলিয়ে যায় শিশু ফাহিম

এনিয়ে গত ১৩ জুন একদিনেই কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৩ জন শিশুর মৃত্যু হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন