কিশোরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতাসহ আটক ৩

৩ সপ্তাহ আগে
কিশোরগঞ্জের মিঠামইনে যৌথ বাহিনীর অভিযানে এক যুবদল নেতা ও তার ছোট ভাইসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতার রুবেল হোসেন (৩৩) উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শহীদ জিয়া ছাত্র পরিষদের সভাপতি। এ সময় তার সাথে তার ছোট ভাই রাহান (৩০) ও উপজেলার ঢাকেশ্বর গ্রামে সিরাজ মিয়ার ছেলে জামাল মিয়াকেও (৪২) আটক করা হয়।

 

তাদেরকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: গাজীপুরে বহিষ্কৃত যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন ও তার ছোট ভাই রাহানসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন