সোমবার (২৮ এপ্রিল)বিকেলে করিমগঞ্জ উপজেলা সদরের নয়াপাড়া এলাকায় একটি ভূট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াছিন করিমগঞ্জ পৌরসভার চরপাড়া গ্রামের ফারজুল মিয়ার ছেলে।
স্বজনরা জানান- মো. ইয়াছিন রিকশা চালাতেন। রোবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার বিকেলে পৌরসভার নয়াপাড়া এলাকায় একটি ভুট্টাক্ষেতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা ইয়াছিনের মরদেহ শনাক্ত করেন।
আরও পড়ুন: চাঁদপুরে নদীতে নিখোঁজ কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, ইয়াছিনের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। বেপারীপাড়া এলাকা থেকে তার অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।