কিশোরগঞ্জে বজ্রপাতে আরও একজনের মৃত্যু, মৃত বেড়ে ৪

১ সপ্তাহে আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে বজ্রপাতে মো. শাহজাহান (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় একদিনে বজ্রপাতে নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে হলো ৪ জনে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান ধনকিপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে।


জানা যায়, সকাল ৮টার সময় খাবার খেয়ে চাতল বিলে মাছ ধরতে যায় শাহজাহান। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ায় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যর খোঁজাখুঁজি করে না পেয়ে বিলে যায়। সেখানে গিয়ে বিলের পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: বড়লেখায় ধান কাটার সময় বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খাবার খেয়ে বিলে মাছ ধরতে যায় শাহজাহান। পরে দুপুরে বাড়িতে খেতে না আসায় পরিবারের লোকজন বিকেলে বিলের পাড়ে গিয়ে শাহজাহানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।


এর আগে একই দিন সকালে জেলার অষ্টগ্রাম ও মিঠামইনে পৃথক ঘটনায় বজ্রপাতে নিহত হন এক নারীসহ ৩ কৃষক।

]]>
সম্পূর্ণ পড়ুন