কিশোরগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

২ সপ্তাহ আগে
কিশোরগঞ্জে পৃথক তিনটি ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বাসার ছাদ থেকে পড়ে, একজন পানিতে ডুবে এবং আরেকজনের মরদেহ রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) জেলার কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ ও ইটনা উপজেলায় এই তিনটি মৃত্যুর ঘটনা ঘটে।


কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় বাসার ছাদ থেকে পড়ে অজিত দেবনাথ (৬০) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সকালবেলা পূজার ফুল সংগ্রহ করতে তিনি চারতলার ছাদে উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত বৃষ্টিভেজা ছাদে পা পিছলে নিচে পড়ে যান। ছাদে কোনো রেলিং না থাকায় এ দুর্ঘটনা ঘটে।


পরিবারের সদস্যরা জানান, সকালে হাঁটাহাঁটির পর তিনি ছাদে ফুল তুলতে যান। পড়ে গিয়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত অজিত দেবনাথ বত্রিশ এলাকার স্থায়ী বাসিন্দা ও রেডক্রিসেন্ট মোড়ের একজন পরিচিত ওষুধ ব্যবসায়ী ছিলেন।


কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, "সকালে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাটি নিশ্চিত হয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"


একই দিনে সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদের পাশের রাস্তা থেকে রতন মিয়া (১৯) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পাথারহাটি গ্রামের মোহাম্মদ আলী ওরফে আক্কু মিয়ার ছেলে।


আরও পড়ুন: হত্যার পর প্রবাসীর মরদেহ হাসপাতালে ফেলে পালালেন শ্যালক


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রতন মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সোমবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা তার মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।


ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বলেন, "মরদেহ উদ্ধারের পর আমরা বিষয়টি তদন্ত করছি। পরিবারের পক্ষ থেকেও আমরা তথ্য নিচ্ছি।"


এদিকে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের বড়হাওরে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন সিরাজুল ইসলাম (৮০) নামের এক কৃষক। তিনি উপজেলার খয়রত গ্রামের বাসিন্দা ছিলেন।


জানা গেছে, হাঁসের খাদ্য হিসেবে শামুক সংগ্রহ করতে মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি হাওরে যান। দুপুর ১টার দিকে স্থানীয়রা আব্দুল হামিদ সড়কের পশ্চিম পাশে বড়হাওরের গভীর পানিতে ঠেলা জালসহ তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পরিবার ও স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন।


করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, 'বড়হাওরে পানিতে ডুবে একজন বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।'

]]>
সম্পূর্ণ পড়ুন