বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি কিশোরগঞ্জ শহরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে মণ্ডপের প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণাধীন নতুন মন্দিরভবন ও শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ঘুরে দেখেন।
এ সময় এবার শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি থাকবে জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, সারা দেশে প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: এক মণ্ডপেই দুই শতাধিক প্রতিমায় দুর্গোৎসবের প্রস্তুতি
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাসান চৌধুরী, কালিবাড়ি পরিচালনা কমিটির সভাপতি অসীম সরকার বাঁধনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।