কিশোরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি উদ্ধার

৩ সপ্তাহ আগে
কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শহরের আজিম উদ্দিন স্কুলের পাশে রেললাইনের পাশে একটি গাছের গোড়া থেকে গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী।

 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন: কিশোরগঞ্জে শ্বশুরবাড়িতে স্ত্রীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা

 

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে পুরান থানা ধোপাবাড়ি এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এক পর্যায়ে গাছের নিচে পলিথিনে মোড়ানো আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়।

 

আরও পড়ুন: কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতার পক্ষে হকারদের সংবাদ সম্মেলন

 

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন