সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু খালেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আরও পড়ুন: রাতভর ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ
এদিকে, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাত থেকে (রোববার, ১৬ নভেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মোটরসাইকেলে এসে পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ থেকে শুরু করে এনসিপি কার্যালয়ে বোমাবাজি, বাড্ডা ও কেরানীগঞ্জে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে একের পর এক নাশকতা চালানো হয়েছে। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল বেলা ১১টায় রায় ঘোষণার জন্য বসবেন।
]]>
১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·