কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

৩ সপ্তাহ আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পাওন (সদয়নগর) গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন: পাওন গ্রামের হাবিবুর রহমানের ছেলে নুরু মিয়া (৫৫), আতিম ভূঁইয়ার ছেলে আবু তাহের ভূঁইয়া (৪০), তাহেরের স্ত্রী মোছা. আলমিনা আক্তার (৩৫) এবং নুরু মিয়ার স্ত্রী মোছা. আনোয়ারা খাতুন (৬৫)। এদের মধ্যে নুরু মিয়া ও আবু তাহেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, দেওঘর গ্রামের মহিল মোল্লা ও ফালান মোল্লার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল আহতদের। এর জেরে বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জন তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা চারজনকে কুপিয়ে আহত করে এবং কয়েকটি বসতঘরে ভাঙচুর চালায়।

 

আরও পড়ুন: জমিতে হঠাৎ ছিঁড়ে পড়ল বৈদ্যুতিক তার, স্পৃষ্ট হয়ে ২ কৃষকের মৃত্যু

 

আহত নুরু মিয়ার ভাই নাসির ভূঁইয়া জানান, তিনি অষ্টগ্রাম থানায় ১১ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেছেন।

 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন