ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পড়া এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করছে। তবে সাথে সাথে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শ্রীরামদী এলাকায় সড়কে বড় লিচু গাছ ফেলে রাস্তা আটকে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে কিশোরগঞ্জ -পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন জয়বাংলা স্লোগান দিয়ে শ্রীরামদী এলাকায় আসে। তারা সড়কের পাশে থাকা একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে ফেলে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ময়মনসিংহে আগুনে পুড়ল পার্কিংয়ে রাখা কাভার্ডভ্যান
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণে কাজ শুরু করে। রাত তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগে রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ৯ টার দিকে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে একই সময়ে বাংলামটর এনসিপি কার্যালয়ের সামনে ও বাড্ডায় একটি বাসে অগ্নি সংযোগ করেছে দূর্বৃত্তরা।
]]>
১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·