কিশোরগঞ্জে কালীবাড়ী প্রাঙ্গণে শুভ মহালয়ার বর্ণাঢ্য আয়োজন

২ সপ্তাহ আগে
দেবীপক্ষের প্রথম প্রহরে শ্রীশ্রী কালিবাড়ি কিশোরগঞ্জের আয়োজনে দুর্গতিনাশিনী মা দুর্গার আগমনি আরাধনা - শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোর থেকে মা দুর্গার আগমনী বার্তায় এ আয়োজন করা হয়। ভোরে  শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হয় মহালয়া। এরপর চন্ডিপাঠ, সমবেত সংগীত, মাতৃ বন্দনা, সমবেত নৃত্য ও মহিষাসুর মর্দিনী- নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়।

এ সময় শত শত দর্শনার্থী ও ভক্তার উপস্থিত হন কালীবাড়ি প্রাঙ্গণে।


আয়োজকরা জানান, দুবছর ধরে তারা এমন আয়োজন করে যাচ্ছেন। এতে প্রচুর ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হয়েছে। এ বছর তারা আরও বড় আয়োজন করেছেন। এতে জেলার শতাধিক সুনামধন্য সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা অংশ নিয়েছেন। মায়ের আগমনবার্তায় মহালয়া এমন আয়োজনের মনোমুগ্ধকর পরিবেশনায় খুশি ভক্তরা।

আরও পড়ুন: খাগড়াছড়ির লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে শুভ মহালয়ার আয়োজন

শ্রী শ্রী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অসীম সরকার বাধন জানান, এক সময় কিশোরগঞ্জে ব্যাপক আয়োজনে মহালয়ার আয়োজন থাকতো। কিন্তু নানা কারণে দিন দিন এটি কমে আসছে। তাই এবার বড় আয়োজনে মহালয়া হচ্ছে। এতে করে সবার মধ্যে একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংম নিয়েছে শতাধিক শিশু শিল্পী। এতে জেলার সাংস্কৃতিক কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন