সোমবার (২৩) সকালে উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল জলিল জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের মরহুম আব্দুল কাদিরের ছেলে। তিনি হাজীপুর বাজারের একটি মসজিদে ইমামতি করতেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মুত্যু
স্বজনরা জানান, সকালে আব্দুল জলিল বাড়ির পাশে ছাগলের জন্য কাঁঠাল পাতা সংগ্রহের জন্য গাছে উঠেন। এ সময় পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।