এই শর্টকাটগুলো শুধু সময়ই বাঁচায় না, কাজের গতি ও দক্ষতাও বাড়িয়ে তোলে বহুগুণ। একদিকে যেমন লেখার সময় কপি, পেস্ট বা আন্ডু করা হয় চোখের পলকে, অন্যদিকে এক ক্লিকে খুলে যায় নতুন ট্যাব, ফাইল বা সেটিংস। যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করেন–তাদের জন্য এই শর্টকাটগুলো হতে পারে সত্যিকারের ‘গেমচেঞ্জার’।
আর আপনার জন্য দেয়া হলো এমন ১০০টি ম্যাজিক্যাল কিবোর্ড শর্টকাট, যা আপনার দৈনন্দিন ডেস্কটপ বা ল্যাপটপের কাজকে কেবল দ্রুতই করবে না, এনে দেবে এক অভাবনীয় দক্ষতা। ফাইল ম্যানেজমেন্ট থেকে শুরু করে দ্রুত ব্রাউজিং, বা প্রফেশনাল ডকুমেন্ট এডিটিং–আপনার আঙুলের সামান্য চাপেই মিটে যাবে সব কাজ।
১. সাধারণ উইন্ডোজ/অপারেটিং সিস্টেম শর্টকাট
২. টেক্সট এডিটিং এবং ডকুমেন্টেশন শর্টকাট
৩. ইন্টারনেট ব্রাউজার শর্টকাট (Chrome, Firefox, Edge)
৪. মাইক্রোসফট ওয়ার্ড (MS Word) শর্টকাট
৫. মাইক্রোসফট এক্সেল (MS Excel) শর্টকাট
৬. পাওয়ারপয়েন্ট (PowerPoint) শর্টকাট
৭. বিশেষ ক্যারেক্টার ও অ্যাকসেসিবিলিটি শর্টকাট
৮. ফাইল এক্সপ্লোরার বা ফোল্ডার শর্টকাট