শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মহাখালীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিডস ক্রিয়েশন টিভি ও নাগরিক উন্নয়ন ফোরাম চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন ডাকসু ভিপি জনাব আবু সাদিক কায়েম।
প্রথম পর্বে শিশুদের প্রশ্নের উত্তর দেন মসজিদ উত তাকওয়ার খতীম হাফেজ মুফতি সাইফুল ইসলাম। উপস্থাপনা করে ছোট্ট বন্ধু সাওদা সাদিকা নূর ও রুফাইদা তারান্নুম।
সাংস্কৃতিক পর্বের উপস্থাপনায় ছিলেন সাবিরা কাবীর সাবা ও তাহসীনা তাবাস্সুম ফাইজা।
দুই মাসব্যাপী প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা তাদের পরিবেশনা তুলে ধরে সমাপনী অনুষ্ঠানে। এর মধ্যে ৩ জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী‘ সম্মাননা। আর কর্মশালা সম্পন্ন করা বাকী শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় সনদ ও শুভেচ্ছা পুরস্কার। এছাড়া সবার জন্য ছিলো উপহার সামগ্রী।
আরও পড়ুন: বরিশালে তিন বছর পর আবারও ক্যাট শো অনুষ্ঠিত
কিডস ক্রিয়েশন টিভির সিইও সংবাদ পাঠক শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল আবৃত্তি পরিষদের সভাপতি নাসিম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নিয়াজ রহিম, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মোস্তফা মনোয়ার, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল ও ডাকসুর নির্বাচিত সদস্য সর্বমিত্র চাকমা। সনদ বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কিডস ক্রিয়েশন টিভির হেড অব প্রোগ্রাম নাট্যকার আহসান হাবীব খান।