সাধারণভাবে কিডনির সমস্যা হলে ব্যথার জায়গাগুলো-
১. পিঠের উপরের অংশ (ফ্ল্যাঙ্ক পেইন)
২. মেরুদণ্ডের দু’পাশে, কোমরের একটু ওপরে (পাঁজরের নিচে) ব্যথা হয়।
৩. একদিকে বা দু’দিকেই হতে পারে।
৪. কোমরের নিচে
আরও পড়ুন: প্রতিদিন ২টি কাঠবাদাম খেয়ে দেখুন শরীরের দারুণ পরিবর্তন
৫. কিডনিতে পাথর বা সংক্রমণ থাকলে কোমরের নিচের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে।
৬. পেটের পাশের অংশে
৭. কিডনির সংক্রমণ বা ফোলাভাব থাকলে পেটের পাশে টান বা ভারীভাব অনুভূত হতে পারে।
৮. মূত্রথলি ও তলপেটে
৯. কিডনি পাথর নিচের দিকে নামতে শুরু করলে তলপেট ও মূত্রথলির আশেপাশে ব্যথা হয়।
১০. কুঁচকি ও উরুতে ছড়িয়ে পড়া ব্যথা
১১. কিডনি স্টোন থাকলে ব্যথা কুঁচকি ও উরু পর্যন্ত নেমে যায়।
আরও পড়ুন: বারবার পিপাসা পাওয়া যেসব জটিল রোগের ইঙ্গিত দেয়!
অন্য উপসর্গ যেগুলো কিডনির সমস্যার ইঙ্গিত দিতে পারে-
১. প্রস্রাব করতে জ্বালা, ঘন ঘন প্রস্রাব বা কম প্রস্রাব হওয়া
২. প্রস্রাবে রক্ত বা ফেনা দেখা যাওয়া
৩. হাত-পা বা চোখের চারপাশ ফুলে যাওয়া
৪. জ্বর, বমি বা ঠান্ডা লাগা (সংক্রমণের ক্ষেত্রে)
]]>