সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রঙের বিস্ফোরণ ঘটে নেদারল্যান্ডসের কিউকেনহফ পার্কে। রক্তিম, বেগুনি, হলুদ আর সাদা রঙের টিউলিপ, ড্যাফোডিল আর হায়াসিন্থের মতো ফুল যেন প্রতিযোগিতায় নেমেছে সৌন্দর্য ছড়ানোর। ইউরোপের অন্যতম বৃহৎ পার্কটিতে বসন্ত এলেই জমে ওঠে এ ফুলের উৎসব।
অপরূপ এ দৃশ্যের পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রমও। পার্কটির প্রধান উদ্যানকর্মী স্টেফান স্লব্বে জানান, বছরের সবচেয়ে বড় কাজ হলো ফুলের বীজ রোপণ করা। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে বড়দিনের আগের দিন পর্যন্ত ৪০ জন কর্মী হাতে হাতে বসিয়ে দেন ৭০ লাখ বীজ।
একটা একটা করে বীজ রোপন করতে হয়। এটা খুব সময়সাপেক্ষ, কিন্তু ফলাফল যখন চোখে পড়ে তখন সব ক্লান্তি ভুলে যাই বলেও জানান তিনি।
ফুলের টানে প্রতিদিন পার্কে ভিড় করেন হাজারো মানুষ। কেউ হানিমুনে, কেউ জন্মদিনে, আবার কেউ নিছকই প্রকৃতির রঙে নিজের মনকে রাঙিয়ে তুলছেন এখানে এসে।
এক বাংলাদেশি যুগল বলেন, এটা আমাদের হানিমুন ট্রিপ। চারপাশে শুধু ফুল আর ফুল। এমন ঘ্রাণ আর রঙের সমাহার আগে কখনও দেখিনি।
২৫০ হেক্টর জমি জুড়ে বিস্তৃত কিউকেনহোফ পার্ক খোলা থাকবে ১১ মে পর্যন্ত। মাত্র ৮ সপ্তাহের জন্য খোলা থাকে পার্কটি কিন্তু এ সময়েই ১৪ লাখের বেশি মানুষ উপভোগ করতে পারেন রঙ, ঘ্রাণ আর প্রকৃতির অপার সৌন্দর্য। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
]]>