কিংস্টনে ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, স্টার্কের বিশ্বরেকর্ড

৩ সপ্তাহ আগে
মাত্র তিন দিনও লাগল না কিংস্টন টেস্ট শেষ হতে। অজি পেসারদের দাপটে তিন দিনের ভেতরে কিংস্টন টেস্ট জিতে নিল সফরকারীরা। তাতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল কামিন্সের দল। কিংস্টনে তৃতীয় দিনে হয়েছে নানা রেকর্ড।

৯৯ রানে ৬ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। শামার ও আলজারি জোসেফের বোলিং তাণ্ডবে বেশিদূর এগোতে পারেনি সফরকারীরা। ১২১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম ইনিংসে ৮২ রানে লিড পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানে। তবে কে ভেবেছিলো, এই রানের ধারেকাছেও যেতে পারবে না স্বাগতিকরা।


দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় মাত্র ২৭ রানে। যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডকে মাত্র ২৬ রানে অল আউট করেছিলো ইংল্যান্ড। যা টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় রান।


ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দেয়ার মূল কারিগর ছিলেন মিচের স্টার্ক। নিজের ১০০তম টেস্টটি স্মরণীয় করে রাখলেন এই অজি পেসার। ৭.৩ ওভারে বোলিং করে ৯ রান খরচে নিয়েছেন ৬ উইকেট। শুধু ইনিংসে ৬ উইকেট নিয়েই থেমে থাকেননি, গড়েছেন বিশ্বরেকর্ডও। টেস্ট ক্রিকেটের সবচেয়ে দ্রুত পাঁচ উইকেট নেয়ার রেকর্ডটি গড়েন স্টার্ক। তার পাশাপাশি ছুঁয়েছেন টেস্টে ৪০০ উইকেটের মাইলফলকও। স্টার্ক মাত্র ১৫ বলে ৫ উইকেট তুলে নেন।


আরও পড়ুন: ভারতের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজে এগিয়ে গেলো ইংল্যান্ড 
 

Just FIFTEEN balls was all it took Mitch Starc for (his first) five wickets 😮#WIvAUS pic.twitter.com/VZ1nXU192o

— 7Cricket (@7Cricket) July 14, 2025



স্টার্কের পাশাপাশি আগুন বোলিং করেছেন হ্যাজেলউড ও বোল্যান্ড। প্রথম দুই টেস্টে সুযোগ না পাওয়া স্কট বোল্যান্ড করেছেন হ্যাটট্রিক। বোল্যান্ড যখন হ্যাটট্রিক পূরণ করেন তখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ২৬ রান। তখন মনে হচ্ছিলো, সর্বনিম্ন সংগ্রহটা নিউজিল্যান্ডের সঙ্গে ভাগাভাগি করবে ক্যারিবীয়রা। তবে শেষ পর্যন্ত তা হয়নি।


ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪.৩ ওভার ব্যাট করতে পেরেছে। যা আধুনিক টেস্ট ইতিহাসে অন্যতম সংক্ষিপ্ত ইনিংস। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে ৭ ব্যাটার শূন্য রানে আউট হয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচটি জিতেছে ১৭৬ রানের বিশাল ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে অজিরা। যা শুরু হবে আগামী ২১ জুলাই।

]]>
সম্পূর্ণ পড়ুন