গত মঙ্গলবার (২২ এপ্রিল) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে (পূর্বের নাম রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম) ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো আবাহনী ও বসুন্ধরা। প্রথমার্ধ শেষে শুরু হয় ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি। এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে খেলা। এরপর আবার শুরু হয় খেলা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ সমতায়। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোল করতে পারেনি কোনো দল। এরপর দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়াবে কি না, তা নিয়ে আলোচনা হয় কিছুক্ষণ। আলোকস্বল্পতার কারণে রেফারি ম্যাচটি স্থগিত ঘোষণা করেন। তার আগে ১০৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফয়সাল আহমেদ ফাহিমকে। আগামীকাল ১০ জন নিয়েই মাঠে নামবে কিংস।
আরও পড়ুন: ফাইনালের বাকি ১৫ মিনিট বিনামূল্যেই দেখতে দেবে বাফুফে
এক সপ্তাহে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম তার পুরোনো নাম ফিরে পেয়েছে। রফিক উদ্দিন ভূঁইয়া বাদ দিয়ে ভেন্যুটির নামকরণ করা হয়েছে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম।
গত ম্যাচে স্টেডিয়ামে ছিল নানা অব্যবস্থাপনা। ভেন্যুটিতে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। প্লাস্টিকের যে টেবিলে ট্রফি রাখা হয়েছিল, সেই টেবিল দিয়ে পানি নিষ্কাশনের বৃথা চেষ্টা করে হাসির খোরাক হয়েছে বাফুফে। নেই প্রেসবক্স, এছাড়া অন্যান্য সুবিধাও নেই।
আরও পড়ুন: অতিরিক্ত ১৫ মিনিট অন্য দিনে, ফুটবলে এমন নজির কি নতুন?
গত সপ্তাহে ফাইনালের বাকি ১৫ মিনিটে যদিও আবাহনী খেলতে চেয়েছিল। তবে বসুন্ধরা কিংস ১০ জনের দল ছিল তখন। আবাহনী তাই ওই টেম্পার ধরে রেখেই ম্যাচটি শেষ করতে চেয়েছিল। রেফারি আলোক স্বল্পতার কথা বললে কিংস সাথে সাথে স্থগিতের পক্ষে সায় দেয়। আবাহনীর অবশ্য কিছু করার ছিল না, রেফারির সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ১৫ মিনিটের ম্যাচ। ফলাফল না হলে শেষপর্যন্ত টাইব্রেকারে নিম্পত্তি হবে ফাইনাল। আবাহনী জিতলে ফিরে পাবে শ্রেষ্ঠত্ব। আর কিংস জিতলে ট্রফি থাকবে তাদের ঘরেই।
]]>