কাশ্মীরে পাঁচ দশকের রেকর্ড ঠান্ডা, জমে গেছে ডাল লেক

২ সপ্তাহ আগে
তীব্র ঠান্ডায় জমে গেছে ভারতের কাশ্মীরের ডাল লেক। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। আবহাওয়ার এ চরম অবস্থায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপন্ন।

কনকনে শীতে কাঁপছে ভূস্বর্গ খ্যাত কাশ্মীর। তীব্র ঠান্ডায় জমে গেছে অঞ্চলটির অন্যতম পর্যটন আকর্ষণ ডাল লেক। বরফের চাদরে ঢাকা এ লেকে বাধার মুখে পড়ছে নৌকা চলাচল। প্রতিদিনই বাড়ছে ঠান্ডার তীব্রতা। হিমাঙ্কের নিচে নামা তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন।

 

স্থানীয় এক বাসিন্দা বলেন, আজ (রোববার) সকালে খুবই ঠান্ডা পড়েছে এবং দেখতে পাচ্ছি ডাল লেক জমে গেছে। আজকের তাপমাত্রা মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

 

শুধু লেকই নয়, প্রবল ঠান্ডার কবলে পড়ে অঞ্চলটির বিভিন্ন এলাকার পাইপ লাইনের পানি, এমনকি মোটরও জমে গেছে। এতে স্বাভাবিক পানি সরবরাহে জটিলতা দেখা দিয়েছে।

 

আরও পড়ুন:ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা

 

এছাড়া, শৈত্যপ্রবাহের কারণে চলাফেরা কঠিন হয়ে পড়েছে। এমনকি গত পাঁচ দশকের মধ্যে কাশ্মীরের শ্রীনগরে এ বছর সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে। অঞ্চলটিতে আগত পর্যটকরা বরফ দেখার আশায় খুশি হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

 

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, কাশ্মীরে শীতের প্রকোপ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত থাকবে। প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

 

আরও পড়ুন: কুয়েতে ‘অস্বাভাবিক’ ঠান্ডা, তাপমাত্রা নামল মাইনাস ৩ ডিগ্রিতে!

 

এদিকে, কাশ্মীর ছাড়াও ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চলেও শীতের তীব্রতা বাড়ছে। নিজেদের উষ্ণ রাখতে রাস্তার মোড়ে মোড়ে বাসিন্দাদের আগুন পোহাতে দেখা যায়।

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন